ক্রমিক নং |
তথ্যের বিবরণ |
সংখ্যা/ পরিমাণ/ অবস্থা |
একক |
০১ |
উচ্চ জলাধারের সংখ্যা |
1টি |
সংখ্যা |
সম্মানীত পৌরসভার পানির গ্রাহকবৃন্দের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যাদের পানির বিল বকেয়া রয়েছে তারা মে/2018 মাসের মধ্যেই সম্পূর্ণ পানির বিল পরিশোধ করবেন।যেসকল গ্রাহকের উচ্চ মাত্রায় বকেয়া রয়েছে, তাদেরকে ইতোমধ্যে আইনী নোটিশ প্রদান করা হয়েছে। মনে রাখবেন, নিয়মিত পানির বিল পরিশোধ করলে কোন সারচার্জ যুক্ত হয় না। ফলে অতিরিক্ত বিল হওয়া থেকে মুক্ত থাকা যায়।
পৌরসভার সরবরাহকৃত পানি ভূগর্ভের 300 ফুট নিচ থেকে উত্তোলন করা হয়।আয়রন ও আর্সেনিক মুক্ত এবং নিরাপদে পানযোগ্য ও সম্পূর্ণ নিরাপদ।তবে মাঝে মাঝে পাইপ মেরামতকালীন সময়ে খুবই স্বল্প সময়ের জন্য লালচে রং-এর পানি আসতে পারে।বিষয়টি সাময়িক।তাই এ ব্যাপারে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে অনুরোধ করা হলো।
পানি সংক্রান্ত বিষয়ের জন্য যোগাযোগ করুন : 01811-791992 অথবা 01719-860968