কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় উলিপুর পৌরসভা ১৯৯৮ সালের ১০ অক্টোবর একটি ’গ’ শ্রেণীর পৌরসভা হিসেবে যাত্রা শুরু করে। ০৯টি ওয়ার্ড নিয়ে গঠিত পৌরসভাটির আয়তন ২৭.৩৪ বর্গ কিলোমিটার। জনসংখ্যা প্রায় ৬০ হাজার। ভোটার ৩৬ হাজার ৬২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৭ হাজার ৫শ’ জন। মহিলা ভোটার ১৮ হাজার ৫৬২ জন। উলিপুর পৌরসভাটি গত ১৬-০৫-২০০৫ইং তারিখে ’খ’ শ্রেনীতে উন্নীত হয়। স্থানীয় সরকার বিভাগের গত ২১-১১-২০২২খ্রিঃ তারিখের প্রজ্ঞাপনের মাধ্যমে উলিপুর পৌরসভা “খ” শ্রেণী হতে “ক” শ্রেণিতে উন্নীত হয়। উলিপুর পৌরসভা ০৯ (নয়) টি ওয়ার্ডে বিভক্তঃ- ১। নিজাই খামার ২। পূর্বনাওডাঙ্গা, ৩। নারিকেল বাড়ী, ৪। নারিকেল বাড়ী, ৫। পূর্বশিববাড়ী, ৬। উলিপুর, ৭। রামদাশ ধনিরাম, ৮। জোনাইডাঙ্গা, ৯। আব্দুল হাকিম। পৌরসভার অবকাঠামোঃ নিজস্ব ১.২৬ একর জমির উপর পৌর-ভবন নতুন ০১ (এক)টি ও পুরাতনভবন ০১ (এক)টি রহিয়াছে। নাগরিক সেবা সমূহঃ জাতীয়তা ও নাগরিকতা সনদ, চারিত্রিক সনদ, বেকারত্ব সনদ, জন্ম নিবন্ধন সনদ, ওয়ারিশ সনদ, মৃত্যু সনদ, প্রদান করা হয়ে থাকে। পৌরসভার কার্যক্রমঃ পরিস্কার-পরিচ্ছন্নতা, পানি নিষ্কাশন, পানি সরবরাহ করন, আলো, স্যানিটেশন, এ.আর.ভি ভ্যাকসিন প্রদান, হাট-বাজার, ব্রীজ কালর্ভাট উন্নয়ন ইত্যাদি।